হরিশ্চন্দ্রপুর ২: মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল দৌলত নগরে, আগুনে পুড়লো গোডাউন ঘর সহ পাঁচটি বাড়ির
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলত নগর হাইস্কুলের পার্শ্বে হরিমোহন ঘোষের গোডাউন ঘর থেকে আগুন আগুন লেগে প্রায় পাঁচটি বাড়ি বশীভূত হয়েছে। মুহূর্তের মধ্যে গোডাউন ঘর থেকে আগুন আশেপাশের বস্তির বাড়ি গুলির মধ্যে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকাই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয়। গোডাউন ঘরে থাকা বিভিন্ন মসলা তুলা ও কাঠের আসবাবপত্র সবকিছু পুড়ে ছারখার হয়েছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি পাঁচটি বাড়িতে থাকা সবকিছু পুড়ে ছাই হয়েছে।