হরিশ্চন্দ্রপুর ২: সংবাদমাধ্যমের খবরের জেরে দ্রুত সাড়া, হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন পরিদর্শনে কাটিহার ডিভিশনের ডিআরএম, পরিকাঠামো উন্নয়নে
এলাকার মানুষের সুবিধার্থে দূর পাল্লার ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবি নিয়ে রেল আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। সংবাদ মাধ্যমের খবরের জেরে দুদিনের মাথায় মালদার হরিশ্চন্দ্রপুর জংশনে আসলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নরহ। বুধবার রেল ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। রেল স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রেলের বেহাল রাস্তা পরিদর্শন করেন তিনি। দ্রুত পরিকাঠামো ঠিক করা হবে বলে