তেলিয়ামুড়া: কমলনগরে NHDCL-র রাস্তার কাজ ঘিরে উত্তেজনা,একঝাঁক পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত মহকুমা প্রশাসন
সোমবার সকাল ৯ ঘটিকায় কমলনগরেNHDCL-এর রাস্তার কাজ খোয়াই তেঃমুড়া সড়ক প্রশস্ত করার জন্য কমলনগর এলাকার যে সকল মানুষরা টাকা পেয়েও বাড়িঘর ছাড়ছিল না, তাদের বাড়িঘর ভেঙ্গে দেয় প্রশাসনের তরফ থেকে। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব চক্রবর্তী সহ অন্যান্যরা।