ডিমের উৎপাদন বাড়াতে উপভোক্তাদের হাতে উন্নত প্রজাতির মুরগির ছানা প্রদান করা হল। কেতুগ্রাম-১ ব্লক অফিসে উপভোক্তাদের হাতে মুরগির ছানাগুলি তুলে দেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি শুক্রবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ জানান, এতে এলাকায় ডিমের উৎপাদন বাড়ার পাশাপাশি উপভোক্তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।