বিশালগড়: মুড়াবাড়ি এলাকায় Para Commando Fitness Academy সংস্থায় অংশগ্রহণ করেন বিধায়ক
বুধবার দুপুরে বিশালগড় মুড়াবাড়ি এলাকায় Para Commando Fitness Academy সংস্থায় অংশগ্রহণ করেন বিধায়ক সুশান্ত দেব। কথা বলেন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব।