ওয়াকফ সংশোধনী আইন বাতিল, ভোটার তালিকায় এসারের নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধ, ওবিসি সংরক্ষণ পুনর বহাল এবং ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিলের দাবি, ভিনরাজ যে কর্মরত বাঙালি পরিচয় শ্রমিকদের সার্বিক সুরক্ষা সহ একাধিক দাবিতে মালদার চাঁচলে অধিকার সমাবেশ করলেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মালদার চাঁচলের ভেবা এলাকায় এই প্রকাশ্য অধিকার সমাবেশ করেন তিনি।