করিমপুর ২: রবিবার করিমপুরে থানারপাড়া থানা আয়োজিত মহতি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান
রবিবার করিমপুরে থানারপাড়া থানা আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক ও মুর্শিদাবাদের সাংসদ, রবিবার করিমপুরে থানারপাড়া থানা শ্যামাপূজা উপলক্ষ্যে থানারপাড়া থানা প্রাঙ্গনে পূজার আগে দুঃস্থদের মহতি এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে উপস্থিত হন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান তাঁদেরকে সংবর্ধনা জানানো হয় আর রবিবার দুপুর ৩ টে নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।