পাড়া: সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামে ধানের খেত থেকে ময়ল সাপ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Para, Purulia | Nov 10, 2025 পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে ধানের খেত থেকে একটি বিশাল আকৃতির ময়াল সাপ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে চলছে ধান কাটার কাজ। মঙ্গলবার দুপুরে ডুমুরডিহা গ্রামে ধান কাটতে গিয়ে কীর্তন মাহাতো নামে স্থানীয় এক বাসিন্দা খেতের মধ্যে সাপটিকে দেখতে পান।তিনি সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুদের খবর দেন। এরপর তারা মিলে সাহসিকতার সঙ্গে সাপটিকে বস্তায় বন্দী করেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়।