শ্যামপুর ১: শ্যামপুর মোড়ে হাওড়া গ্রামীন জেলা বিজেপির পক্ষ থেকে জলছত্র শিবির করা হলো উপস্থিত জেলা সভাপতি
হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামপুর মরে তে জলছত্র শিবির করা হলো প্রতিমা নিরঞ্জন করতে আসা প্রতিটি ক্লাবের সদস্য ও বাড়ির সদস্যদের এই জলছত্র শিবির থেকে মিষ্টিমুখ করানো হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে শ্যামপুর মোড়েতে বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ এই জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত মহাশয়।