বর্ধমান ১: বর্ধমানের রথতলা এলাকায় দু’পক্ষের মারপিটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ
ধৃতদের নাম তরুণ মিস্ত্রি, সমর শীল, চিরঞ্জিৎ মণ্ডল ওরফে সন্তু ও পিন্টু মণ্ডল। রথতলার ইটভাটা কলোনি ও আমবাগান এলাকায় ধৃতদের বাড়ি। শুক্রবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ইটভাটা কলোনি এলাকার একটি ক্লাবে কয়েকজন মিলে কালীপুজো নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় পূর্ব শত্রুতাবশত কয়েকজন ক্লাবেরই সদস্য ও তাদের বন্ধুরা সেখানে এসে বচসা বাধায়। বচসা থেকে দু’পক্ষের মধ্যে মারপিট হয়।