দত্তপুকুর নিবাধূই স্কুলের মাঠ সংস্কারে তৎপর প্রশাসন: রেলের উপস্থিতিতে সম্পন্ন হলো জমি পরিমাপ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কারের পথে দত্তপুকুর নিবাধূই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের এলাকা উন্নয়ন তহবিলের ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ শুরু হয়েছে। মূলত দীর্ঘদিনের জমা জল ও জলার সমস্যা দূর করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। জমিজট কাটাতে বিশেষ উদ্যোগ মাঠের দক্ষিণ দিকে রেললাইন