রায়গঞ্জ: ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া, রায়গঞ্জে তৃণমুল মনোভাবাপন্ন এক ছাত্রকে মারধরের ঘটনায় আহত ছাত্র মেডিকেলে চিকিৎসাধীন
রায়গঞ্জে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বুধবার দুপুরে আহত ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায় মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে রাস্তা থেকে তাকে শরিফুল নামে এক যুবক তুলে নিয়ে গিয়ে মারধর করে। যদিও অভিযুক্ত শরিফুল দাবি করেছেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং উল্টোভাবে তাকেই আক্রমণ করা হয়েছে। ঘটনাটি গোষ্ঠীদ্বন্দ্বজনিত বলে স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি।