স্কুলের বাচ্চারা যাতে পথ দুর্ঘটনার মধ্যে না পড়ে এবং কিভাবে মেন রাস্তায় হাঁটাচলা করতে হবে সেই নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মধ্য শ্রীরামপুর ভবতারিনী রায় গার্লস হাই স্কুল বুধবার। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নিজে সাইকেল চেপে ছাত্রীদের রাস্তা পার হবে কিভাবে সেটি হাতে কলমে শিখিয়ে দেন। বুধবার হওয়া নাদনঘাট থানার উদ্যোগে এই বিশেষ সচেতনতা শিবিরে প্র্যাকটিকাল এবং থিউরিকাল দুইভাবেই ছাত্রীদের সচেতন করা হয়।