কালচিনি: বিজয়া দশমীর দিন ডুয়ার্সের কালচিনি ব্লক জুড়ে দশাই টিকা উৎসবে মেতে উঠলেন নেপালি সম্প্রদায়ের মানুষের
বিজয়া দশমীর দিন ডুয়ার্সের কালচিনি ব্লক জুড়ে দশাই টিকা উৎসবে মেতে উঠলেন নেপালি সম্প্রদায়ের মানুষেরা। মূলত এই দিনটিতে পরিবারের বড়রা পরিবারের ছোট সদস্যদের কপালে চাল, দই এবং সিঁদুরের মিশ্রণ দিয়ে টিকা পরিয়ে আশীর্বাদ করেন,যা সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় করা হয়। এদিন দুপুর তিনটা নাগাদ কালচিনি ব্লকের নেপালি সম্প্রদায়ের মানুষরা জানান, এই টিকা পরিবারকে এক করে এবং ফুলপতি, মহাষ্টমী, নবমী এবং বিজয়া দশমী অথবা, এই দশাইনষ উৎসব প্রতিবছরই ডুয়ার্সের বিভিন্ন স্থানে হয়।