কোচবিহার ১: আচার্য প্রজননশীল কলেজের বার্ষিক অনুষ্ঠানে সন্ধ্যায় মঞ্চমাতালো শুভমিতা
শনিবার দুপুর একটা নাগাদ আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো কলেজ প্রাঙ্গনে। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য অতিথিরা। এদিন প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও আচার্য প্রজেন্দ্রনাথ শীলের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা ।