ধূপগুড়ি: ধুপগুড়িতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন বিধায়ক ডা: নির্মল চন্দ্র রায়
দশমীর সন্ধ্যায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। শনিবার বেলা এগারোটা নাগাদ মৃতদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা সহ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।