খয়রাশোল: লোকপুরে বিশ্বকর্মা পূজার মাঝে আত্মপ্রকাশ শতাধিক চালকের নবগঠিত টোটো অটো ইউনিয়ন
লোকপুরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার আইএনটিটিইউসি পরিচালিত বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে পূজা অনুষ্ঠিত হয়। একই দিনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ছত্রছায়ায় গঠিত হয় লোকপুর টোটো অটো ইউনিয়ন। লোকপুর ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের প্রায় শতাধিক টোটো অটো চালকের মধ্যে থেকে ৭৫ সদস্যের কমিটি গড়ে সুশান্ত দাসকে সভাপতি, সেখ আলমগীরকে সম্পাদক ও নৌতম চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। ফিতা কেটে পূজার উদ্বোধনের পর টোটো অটো নিয়ে মিছিল হয়।