পুরুলিয়ার পাড়া ব্লকের পাড়া অঞ্চলের তেঁতুলহিটি গ্রামে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। বুধবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। এদিন পরিবর্তন সভার পাশাপাশি আগামী ১০ ই জানুয়ারি পাড়া বিধানসভার মৌতড়ে বিজেপির জনসভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দল নেতা সুভেন্দু অধিকারি তারই পরিপ্রেক্ষিতে প্রস্তুতি বৈঠক করা হয়।