ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনে আরো একটি নতুন এসি লোকাল চালু হলো। শিয়ালদা থেকে কল্যাণী নতুন এসি ট্রেন চালু হলো বৃহস্পতিবার। শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে এই এসি লোকাল ট্রেন। শিয়ালদা থেকে এই এসি লোকাল ট্রেন বিকেল ৩. ৩৫ মিনিটে ছাড়বে। এবং কল্যাণী এসে পৌঁছবে ৪.৫২ মিনিটে। অপরদিকে কল্যানী থেকে শিয়ালদা ৫.০২ ছাড়বে এবং শিয়ালদায় পৌঁছাবে ৬.২০ মিনিটে। উল্লেখ্য শিয়ালদা ডিভিশনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়।