তুফানগঞ্জ ১: বাংলাদেশে গরু পাচারের পথে দক্ষিণ বালাভুত এলাকায় BSF হাতে আটক এক পাচারকারী, পরে গ্রেফতার করে আদালতে পেশ পুলিশের
সোমবার ধৃত ব্যক্তিকে মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম হাতেম আলী। তার বাড়ি অসমের ধুবড়ি জেলার বুড়ার চর এলাকায়। রবিবার রাতে মধ্য বালাভূতের বিএসএফের জওয়ানরা পাকড়াও করে তাকে। এরপর তুফানগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।