রানাঘাট ১: গোবিনপুরে টোটো ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, মৃত টোটো চালক ও 1 জন মহিলা যাত্রী, আহত শিশু সহ আরও 7 জন
গোবিনপুরে টোটো ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত টোটো চালক ও 1 জন মহিলা যাত্রী, আহত শিশু সহ 7 জন। সূত্রের খবর, চপড়া থানা এলাকার বাসিন্দা একটি পরিবারের শিশু সহ ৮ জন সদস্য সোমবার শান্তিপুর হাসপাতালে চিকিৎসারত এক আত্মীয়কে দেখতে এসেছিলেন। অভিযোগ, সন্ধ্যায় ওই 8 জন টোটোয় করে বাড়ী ফেরার সময় গোবিন্দপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে একটি স্কর্পিও গাড়ী যাত্রীবোঝাই ওই টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালক ও 1জন মহিলা যাত্রীর,আহত শিশু সহ আরও 7 জন।