খোয়াই: আবারো খোয়াই জেলা হাসপাতালে দু-দুটি অপারেশনে সাফল্য পেল ডাক্তাররা
Khowai, Khowai | Sep 15, 2025 আবারো খোয়াই জেলা হাসপাতালে দু-দুটি অপারেশনে সাফল্য পেল ডাক্তাররা এদিন দুপুর দুইটা থেকে শুরু হয় এক এক করে এই অপারেশনের কাজ। মূলত আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্য এই অপারেশন গুলিতে সাফল্য পেয়েছে হাসপাতালে ডাক্তাররা। গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের পরিষ্কারভাবে বিকেল পাঁচটা নাগাদ খোয়াই জেলা হাসপাতালে জানান ডাক্তার আমন দেববর্মা সহ অন্যান্য ডাক্তাররা।