কালীগঞ্জ: কালিগঞ্জ কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাগী চাষীদের হাতে বীজ তুলে দেয়া হলো
Kaliganj, Nadia | Nov 17, 2025 কালিগঞ্জ ব্লক প্রশাসন, কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বড় চাঁদ ঘর পঞ্চায়েতের সহযোগিতায় দেবগ্রামে কৃষি মান্ডিতে রাগী চাষীদের হাতে বীজ তুলে দেওয়া হল সোমবার। এদিন চাষীদের হাতে বীজ তুলে দেন কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন, কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মধ্যক্ষ প্রিন্স হকসহ কৃষি দপ্তরের আধিকারিকরা। সরকারের পক্ষ থেকে পিছ পেয়ে খুশি এলাকার কৃষকরা। সোমবার আনুমানিক বিকেল চারটে নাগাদ সেই ছবি উঠে এলো।