হবিবপুর: আগামীকাল কালীপুজো, তার আগেই আলোয় আলোকিত গোটা বুলবুলচন্ডী এলাকা
আগামীকাল কালীপুজো। তার আগেই মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। চারিদিকে আলোকসজ্জায় ঝলমল করছে বাজার এলাকা বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজোর মূল আকর্ষণ বিশাল ৪২ ফুটের কালী প্রতিমা—যার শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে জোর কদমে। পাশাপাশি বুলবুলচন্ডী হাসপাতাল সংলগ্ন বুড়ি কালী মায়ের প্রতিমা গড়ার কাজও প্রায় শেষ পর্যায়ে। পূজোকেই ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে গোটা এলাকা।