গাইঘাটা: “শিশুর ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ—গাইঘাটায় বাল্যবিবাহ থামাতে মহা অভিযান”১০০ দিনের লড়াই বাল্যবিবাহের বিরুদ্ধে”
“শিশুর ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ—গাইঘাটায় বাল্যবিবাহ থামাতে মহা অভিযান”১০০ দিনের লড়াই বাল্যবিবাহের বিরুদ্ধে” বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে গাইঘাটা ব্লক থেকে শুরু হল ১০০ দিনের মেগা সচেতনতা অভিযান। বৃহস্পতিবার থেকেই শুরু হওয়া এই ক্যাম্পেইনের লক্ষ্য—২০৩০ সালের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা সহ সমগ্র দেশকে বাল্যবিবাহমুক্ত করা। উদ্যোগে যুক্ত হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা ব্লক প্রশাসনের সহযোগিতায় ব্লকজুড়ে বৃহৎ স্তরের প্রচার চালাবে।