রানিবাঁধ: রাস উৎসবে অম্বিকানগর রাজবাড়িতে মন্ত্রীর উপস্থিতি, করতালের তালে প্রাণবন্ত হরিনাম সংকীর্তন
অম্বিকানগর রাজবাড়ির ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার রাস উৎসবের শেষ দিনে হাজির হলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী ও রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। রাজবাড়ির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তনের তালে করতাল বাজিয়ে তিনি উৎসবের প্রাণচাঞ্চল্য বাড়ান। মন্ত্রী বলেন, “প্রচুর মানুষের ভিড়, উৎসবের আমেজ আর ইতিহাসের ছোঁয়া—এ এক অসাধারণ অভিজ্ঞতা।” উপস্থিত সকলের সঙ্গে আলাপচারিতায় সময় কাটিয়ে সংকীর্তনের আনন্দও উপভোগ করেন তিনি। বিপুল জনসমাগমই প্রমাণ করে এই উৎসবের মাহাত্ম্য।