বারুইপুর বেলগাছি অঞ্চলে WBSEDCL এর নতুন কাস্টমার কেয়ার উদ্বোধন করলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার এই কাস্টমার কেয়ার উদ্বোধনের ফলে এলাকার মানুষদের সুবিধা হবে, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার জন্য এলাকার মানুষদের যেতে হতো ক্যানিং বা বারুইপুরে অফিসে, তাই এলাকার মানুষদের যথেষ্ট অসুবিধায় পড়তে হতো, অবশেষে এই কাস্টমার কেয়ার হওয়ার ফলে বিদ্যুৎ সংক্রান্ত সুবিধা পাবেন এলাকার মানুষজন এতে খুশি এলাকার মানুষ জন ও Wt আছে