চাকদা: ঠাকুর দেখতে যাওয়ার সময় বিপত্তি,পালপাড়া স্টেশনে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি
Chakdah, Nadia | Oct 1, 2025 ঠাকুর দেখতে যাওয়ার সময় বিপত্তি, ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। সূত্রের খবর, বুধবার নবমীর দিনে শান্তিপুরের বাসিন্দা দুই বন্ধু ট্রেনে করে কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর,পথে পালপাড়া স্টেশনে হঠাৎই ওই দুই বন্ধুর মধ্যে এক জন ট্রেন থেকে পড়ে যায়। অভিযোগ, বন্ধু ট্রেন থেকে পড়ে যাওয়ার পর বন্ধুকে বাঁচাতে গেলে সেও ট্রেন থেকে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন দুই জন।