বোলপুর-শ্রীনিকেতন: অডিও কান্ডে গড় হাজির বোলপুরের SDPO অফিসে অনুব্রত মণ্ডল এলেন তার আইনজীবীরা
বোলপুর থানার আইসি কে অকথ্য ভাষায় গালিগালাজ আর সেই কাণ্ডে অনুব্রত মণ্ডল কে জিজ্ঞাসাবাদের জন্য দেখে পাঠানো হয়েছিল বোলপুরের এসডিপিও অফিসে আর সেখানে গড় হাজির থাকলে অনুব্রত এলেন না। এলো তার চার আইনজীবী এবং অনুব্রত মণ্ডল অসুস্থ এবং সেই কারণেই তিনি আসতে পারবেন না এমনই পুলিশকে জানিয়ে গেল তার আইনজীবীরা।