গাজোল: এক ব্যক্তি নদীতে মাছ ধরতে যাওয়ার পথে বিষধর সাপের কামড়ে আহত হয় আরাজি জলসা গ্রাম এলাকায়
Gazole, Maldah | Oct 23, 2025 এক ব্যক্তিকে বিষধর সাপের কামড়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এরপর সাপের কামড়ে আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে বিষধর সাপের কামড়ে আহত ওই ব্যক্তির নাম প্রাণ কৃষ্ণ সরকার,বয়স 50 বছর। বাড়ি গাজোল আরাজি জলসা গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি বাড়ির পাশে কিছূ দূরে নদীতে মাছ ধরতে যাওয়ার পথে মাঠের মধ্য থেকে একটি বিষধর সাপ এসে ওই ব্যক্তির পায়ে কামড় দেয় বিষধর