ওন্দা: ওন্দায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত বিজেপি বিধায়ক
Onda, Bankura | Oct 25, 2025 শনিবার বিজেপির ওন্দা ২ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, মণ্ডলের বুথ সভাপতি, শক্তিপ্রমুখ ও বি.এল.এ.-২ সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যে শুরু হতে চলা বিশেষ সংশোধনী অভিযান (SIR) নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও নির্দেশনা দেন বিধায়ক অমরনাথ শাখা এবং মণ্ডল নেতৃত্ব।