শীতলকুচি: শীতলকুচি হাসপাতাল পাড়া সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রোডে পথ দুর্ঘটনায় নিহত এক আহত এক
মঙ্গলবার শীতলকুচি ব্লকের শীতলকুচি হাসপাতাল পাড়া সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রাজ্য সড়কে সাইকেল ও বাইকের সংঘর্ষে নিহত এক ও আহত হয় একজন। আহত ব্যক্তি শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ এবং নিহত ব্যক্তির দেহ শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং আহত ব্যক্তি শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।