বিনপুর ২: প্রশাসনকে জানিয়েও হয়নি কাজ গ্ৰামবাসীদের উদ্যোগে শুরু হল আমাডুবি থেকে আড়াপাহি কৃষ্ণনগর যাওয়ার রাস্তা
প্রশাসনকে জানিয়েও এলাকার রাস্তা সংস্কার না হওয়ায় নিজেরাই উদ্যোগ নিয়ে মাটির রাস্তা মেরামতের কাজ শুরু করলেন গ্ৰামবসীরা। ঘটনাটি আড়াপাহি কৃষ্ণনগর গ্ৰামের। মঙ্গলবার বিনপুর 2 ব্লকের ভুলাভেদা অঞ্চলের আমাডুবি থেকে আড়াপাহি কৃষ্ণনগর গ্ৰামে যাওয়ার প্রায় ৮০০ মিটার রাস্তা মেরামতের কাজ শুরু করলেন গ্ৰামবসীরা। গ্ৰামে ঢুকছে না কোনো চারচাকা গাড়ি, দুয়ারে রেশনের গাড়ি ঢুকতে পারছে না গ্রামে অন্য গ্ৰামে গিয়ে রেশন সামগ্রী গ্ৰহণ করতে ভিষন সমস্যায় পড়ছেন গ্ৰামবাসীরা।