মানিকচক: রীতি মেনে কাঁধে করেই বিসর্জনের পথে রওনা দিলো লালবাথানির একের পর এক কালী প্রতিমা
রীতি মেনেই কাঁধে করে বিসর্জনের পথে রওনা দিল লালবাথানি এলাকার একের পর এক কালী প্রতিমা। পারিবারিক পুজো গ্রামের পুজো সবগুলির যে প্রথা রীতি রয়েছে তাকে মাথায় রেখে পুজো সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুর থেকে প্রতিভা গুলি বিসর্জনের জন্য বেরিয়ে। তবে গ্রামের মানুষ যে রীতিকে মাথায় রেখে প্রতিমা বিসর্জন করে। ঠিক একইভাবে কাঁধে করে একের পর এক কালি প্রতিমা পৌঁছচ্ছে নদীর তীরে। সেখানেই হবে বিসর্জন