বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর মহকুমায় অজানা সাপের আতঙ্ক! ৫ কিলোমিটারের মধ্যে পাঁচজনকে অজানা সাপের কামড়ে মৃত্যু ২ , গুরুতর আহত ৩
বোলপুর মহকুমায় আতঙ্ক অজানা সাপের কামড়ে। গত কয়েকদিনের মধ্যে পাঁচজনের সাপে কামড়ানোর ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর আহত তিনজন। ঘটনাগুলি ঘটেছে শান্তিনিকেতনের সাহেবডাঙ্গা ও লাভপুরের বিভিন্ন গ্রামে। সাহেবডাঙ্গার ১৪ বছরের কিশোরী জোৎস্না বাসকি মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে। লাভপুরের গঙ্গারামপুর এর শেখ একরামুল হক মাঠে কাজ করতে গিয়ে একই পরিণতি। সীতারামপুরের আর এক চাষী বর্তমানে চিকিৎসাধীন অজানা সাপের কামড়ে একের পর এক মৃত্যুতে চরম আতঙ্কে এলাকা