গোপীবল্লভপুর ১: একাধিক দাবীতে কর্মবিরতির পাশাপাশি গোপীবল্লভপুর বাজারে মিছির করলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর সদস্যরা
একাধিক দাবিতে কর্মবিরতিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।সারা রাজ্যের পাশাপাশি বুধবার কর্মবিরতির পাশাপাশি মিছিল করলেন গোপী বল্লভপুর এর আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর গোপী বল্লভপুর এর সদস্যরা পুরো গোপীবল্লভপুর বাজারে মিছিল করেন। মিছিল থেকে নুন্যতম বেতন ১৫ হাজার টাকা দাবি করেন, কর্মরত অবস্থায় আশা কর্মীর মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি তোলা হয়।