পটাশপুর ২: "BJP র কোন যোগ্য নেতৃত্ব নেই" বিজয়া সম্মিলনীতে ১৭পরিবার TMC ছেড়ে বিজেপিতে যোগদান সম্পর্কে পটাশপুরে বললেন বিধায়ক
পটাশপুরে বিজেপির বিজয় সম্মেলন কে তমলুকের প্রাক্তন সংসদ শিশির অধিকারীর হাত ধরে টিএমসি ও সিপিএম ছেড়ে ১৭টি পরিবার বিজেপিতে যোগদান করে |উল্লেখযোগ্য বিষয় হলো পটাশপুরের বিধাতা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের ঘরে তৃণমূল কংগ্রেসের এই ভাঙ্গন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্য বহন করে | তবে পটাশপুরের বিধায় এই সম্পর্কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিকে |তিনি বলেন বিজেপির কোনো যোগ্য নেতৃত্ব নেই,তাই বিজেপির লোকেদের বিজেপিতেই যোগদান করাচ্ছে |