বর্ধমান ১: বর্ধমান দু'নম্বর ব্লক এর গঞ্জ এলাকার কালভার্টের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির
বর্ধমান দু'নম্বর ব্লক এর গঞ্জ এলাকার কালভার্টের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম রাজু মুখার্জি (৪৯) বৈকন্ঠপুরে তার বাড়ি। শনিবার সকালে গঞ্জ এলাকার কালভার্টের নিচে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন শক্তিগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারে পক্ষ থেকে জানা গেছে বেশিরভাগ দিনই তিনি রাতে বেরিয়ে পড়তেন এবং মদের নেশা করতেন। হয়তো মদের নেশায় কালভার্টের উপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে