কাকদ্বীপ: প্রায় ১২ দিন পর বাংলাদেশের জেলে মৃত্যু বাবুল দাসের দেহ কাকদ্বীপে পৌঁছালো
প্রায় ১২ দিন পর বাংলাদেশের ছেলে মৃত্যু বাবুল দাসের মৃতদেহ কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকায় তার পরিবারের কাছে পৌঁছায় কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের সদস্যরা তবে মৃতের পরিবারের দাবি বাবুল দাসকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে তারা চাইছে পূর্ণ তদন্ত হোক বাবুল দাসের মৃতদেহের।