করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নারায়পুর এক নম্বর পঞ্চায়েতের ফাজিলনগর ফরাস ডাঙ্গাপাড়ায় মলজাত বর্জ্য শোধন প্রকল্প কাজ শুরু হল বৃহস্পতিবার। এই বর্জ্য শোধন প্রকল্প চালু হলে শোধিত কঠিন বর্জ্য কৃষি কাজে ব্যবহার করা যাবে জৈব সার রূপে এবং সধিত জল বাগান, রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন কাজে লাগানো যাবে এর ফলে পরিবেশগতভাবে এলাকার অনেকটাই উন্নয়ন হবে।