তেহট্ট ১: জিৎপুর নতুনপাড়া সুইস গেটের নতুন প্রপোজাল দেওয়া হচ্ছে, জানালেন তেহট্ট ১ বিডিও
তেহট্ট জিৎপুর নতুন পাড়ায় বহু পুরনো সুইচ গেটের অবস্থা খারাপ হওয়ার বিষয়ে শনিবার দুপুর বারোটার সময় তেহট্ট ১ বিডিও সঞ্জীব সেন তেহট্টে দাঁড়িয়ে জানালেন জিৎপুর নতুন পাড়ায় সুইচ গেটের জন্য নতুন করে প্রপোজাল দেওয়া হবে।