ধর্মনগর: জলেবাসা কাঞ্চনপুর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই
জলেবাসা কাঞ্চনপুর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই।আবারও ভয়াবহ যান দুর্ঘটনা উত্তর জেলার য়। যানা যায় ১৫ই সেপ্টেম্বর সোমবার উত্তর ত্রিপুরা জেলার জলেবাসা কাঞ্চনপুর রোডে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুজন। এই দুর্ঘটনায় TR05C8323 নম্বরের বাইকে থাকা কাঞ্চনপুরের শুকনাছড়ার বাসিন্দা ৩২ বছরের যতীন্দ্র নাথ ও রামনগরের বাসীন্দা ২৮ বছরের সঞ্জয় দেবনাথ এই দুজন গুরুতর আহত হয়।যার মধ্যে একজনের চোখ অনেক ক্ষতিগ্রস্ত হয়।