আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের সামনে কান্নার রোল পড়ে গেছে তিনজনের মৃতদেহ নিয়ে আসার পর
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে, ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে মাদারিহাট এলাকা থেকে একই দিনে মৃত্যু তিনজনের মৃত বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ। মাদারিহাট খয়ের বাড়িতে হাতির হানায় মৃত্যু হল সোনাই মুন্ডা এবং তার কোলে থাকা দেড় বছরের শিশু কন্যা লক্ষ্মী মুন্ডার। ওই এলাকায় ধৌসি খেলা চলাকালীন হঠাৎ হাতি হানা দেয় সকলে পালিয়ে গেলেও সোনাই মুন্ডা পালাতে পারেনি। মধ্য ছ্যাকামারী এলাকায় কেদার আলী নামে আর এক ব্যক্তির মৃত্যু হয় হাতির হানায়।