হরিণঘাটা: পালস পোলিও কর্মসূচিতে যোগ না দেওয়ায় হরিনঘাটা ব্লকের আশাকর্মীদের শোকজ নোটিস স্বাস্থ্য দপ্তরের,প্রতিক্রিয়া আশাকর্মীদের
ইন্সেন্টিভ,ফোনের বিল, ডটসের টাকা, সহ একাধিক সমস্যার কারণে গতকাল পালস পোলিও কর্মসূচিতে যোগ দেননি হরিনঘাটা ব্লকের আশা কর্মীরা। আর তার জেরেই কাজে যোগ না দেওয়া আশা কর্মীদের শো কজ নোটিস ধরালেন হরিনঘাটা ব্লক মেডিকেল স্বাস্থ্য আধিকারিক। ৭২ ঘন্টা মধ্যে শোকজের জবাব চাইলেন তিনি। প্রসঙ্গত গত 11 তারিখে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আশা কর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ, বকেয়া টাকা মেটানো সহ একাধিক বিষয়ে দাবি পেস করেন।