কাটোয়া ২: বুধবার রাতে দাঁইহাট এর বড়মার শোভাযাত্রা অনুষ্ঠিত হলো দাঁইহাট শহর জুড়ে
বুধবার রাতে দাঁইহাট এর বড়মার শোভাযাত্রা অনুষ্ঠিত হলো দাঁইহাট শহর জুড়ে। ঢাকের বাদ্যির তালে দাঁইহাটের ঐতিহ্যপূর্ণ বড়মার শোভাযাত্রা শুরু হয় বৌদ্ধ সংঘ ক্লাবের সামনে থেকে। দাঁইহাট বাজার চামপচা, সিনেমা হল রোড স্টেশন রোড হয়ে আবার বৌদ্ধ সংঘ ক্লাবের সামনেই সমাপ্ত হবে শোভাযাত্রা। ঢাক ছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র আলোকসজ্জা সমস্ত কিছুতেই সাজানো ছিল এদিন রাতের এই শোভাযাত্রা অগণিত মানুষ আসছে বছর আবার হবে এই ধ্বনির সুরে দেবীকে বিদায় জানায়।