বহরমপুর: ভগবানগোলায় বাড়ির নোংরা আবর্জনা ফেলতে বারণ করায় আত্মীয়দের হাতে আক্রান্ত ১ মহিলা, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরMMC&H-এ
বাড়ির নোংরা আবর্জনা ফেলতে বারণ করায় আত্মীয়দের হাতে আক্রান্ত আমেনা বিবি নামে এক মহিলা, আজ সকালের এই ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে আনা হয় চিকিৎসার জন্য