দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের বেলতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা আশঙ্কাজনক ১
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা,দ্রুত গতিতে থাকা দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম দুই বাইকের চালকই। তবে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আহতেদের বাড়ি দাসপুরের কাদিলপুর ও সেকেন্দারিতে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। রবিবার রাত প্রায় সাড়ে ৭টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে বেলতলা বারের কাছে এই দুর্ঘটনা।