খড়্গপুরে আয়োজিত হল বিজেপির পরিবর্তন সভা। আজ বুধবার খড়গপুর গ্রামীন বিধানসভায় আয়োজন করা হয় বিজেপির পরিবর্তন পথসভার। এদিন বিকেল প্রায় চারটে নাগাদ খড়গপুর তিন নম্বর মন্ডলের পাল জাগুল অট্টহাসি নাম্বার বুথে পাথরা ২ নম্বর শক্তি কেন্দ্রে আয়োজন করা হয় এই পরিবর্তন পথ সবার। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব অনুপম নায়ক সহ অন্যান্য একাধিক নেতৃত্বরা।