তমলুক: মাঙ্গলিক রীতি মেনে আজ কাঁথিতে DPSC চেয়ারম্যান হাবিবুর রহমানকে ভাইফোঁটা দিলেন দুই শিক্ষিকা
পূব মেদিনীপুর জেলার কাঁথিতে মাঙ্গলিক রীতি মেনে প্রজ্জ্বলিত প্রদীপের শিখার উষ্ণপরশ,ধান দুর্বা পুষ্প বর্ষণ করে বরণ,কপালে চন্দনের ফোঁটা,মিষ্টি মুখ এবং উপহার সামগ্রী দিয়ে আজ DPSC চেয়ারম্যান জনাব হাবিবুর রহমানকে ভাইফোঁটা দিলেন দুই শিক্ষিকা মধুশ্রী কোটাল ও সুতিকা প্রধান