খড়গপুর ১: খড়্গপুরে MP lad -র ৯২৬৯৯৬ টাকায় তৈরি হলো খড়্গপুরে স্কুলের গ্রন্থাগার, উদ্বোধন করলেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভার সাংসদ থাকাকালীন অনুমোদন করেছিলেন। এবং mp lad এর ৯ লক্ষ ২৬ হাজার ৯৯৬ টাকা বরাদ্দ করা হয়েছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হল। আজ মঙ্গলবার স্কুলের এই নব নির্মিত গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ।